কেন্দুয়ায় সুনীল বর্মনের পুকুর পরিদর্শন করলেন সহকারী পুলিশ সুপার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সুনীল বর্মনের পুকুর ও এলাকা পরিদর্শন করলেন কেন্দুয়া-আটপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা । শনিবার (১১ জানুয়ারী) আনুমানিক বেলা ১ টার দিকে নওপাড়া ইউনিয়নের বর্মনপাড়া বা জেলেপাড়া এ পরিদর্শন করেন তিনি ৷ পরিদর্শনকালে তিনি ভুক্তভোগী পরিবার, অভিযুক্ত পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন । এ সময় তাঁর সাথে ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, এসআই মামলার তদন্ত অফিসার মোঃ কামাল আহমেদ , নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । উল্লেখ্য গত ৮ জানুয়ারী দিবাগত রাতে সুনীল বর্মনের পুকুরে বিষ প্রয়োগে ১২ লক্ষ টাকার মাছ নিধনের ঘটনায় গত শুক্রবার (১০ জানুয়ারী) সুনীল বর্মন বাদী হয়ে ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করলে বাবুল বর্মন নামে একজনকে গ্রেফতার করে আজ (১১ জানুয়ারী) কোর্টে প্রেরণ করা হয় বলে জানান এসআই মামলার তদন্ত অফিসার মোঃ কামাল আহমেদ । SHARES সারা বাংলা বিষয়: