কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সোস্যাল মিডিয়া দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫ কোহিনূর আলম। । নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং তা আওয়ামীলীগের ভোটে যারা এমপি হবার স্বপ্ন দেখে তাদের প্রশ্রয়ে পালিত হয়েছে বলে অভিযোগ ওঠেছে সোস্যাল মিডিয়ায় । এর মধ্যে কয়েকটি আইডির পোস্ট প্রায় হুবহু তুলে ধরা হলো-মোঃ তানজিল খান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকীর কেক কাটার স্কীন সট ছবি পোস্ট করে লিখেছেন, আওয়ামীলীগের ভোটে যারা এমপি হবার স্বপ্ন দেখে তাদের প্রশ্রয়ে এরকম চিত্র বারবার দেখা যাবে -চিত্র ২: কেন্দুয়া আঠারবাড়ি গ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।কেন্দুয়ার রাজনীতিতে যারা গ্রাম বা এলাকার দোহাই দিয়ে আওয়ামী লীগের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা করছেন, তার পরিনাম কোন অবস্থাতেই ভালো হবে না। বিগত দিনের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত গুম খুন আহত নিহত জেল জুলুমের শিকার হওয়া নেতা কর্মীরা ও তার স্বজনরা কোনভাবেই তা মেনে নেবে না। তাই সাধুরা সাবধান। আশুজিয়া স্বেচ্ছাসেবক দল নামে একটি ও এস এম মিল্টন লিখেন, আওয়ামীলীগের ভোটে যারা এমপি হবার স্বপ্ন দেখে তাদের প্রশ্রয়ে এরকম চিত্র বারবার দেখা যাবে চিত্র ২: কেন্দুয়া আঠারবাড়ি গ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এমএ মতিন রোমান ও এমডি হৃদয় খান লিখেছেন, কেন্দুয়ার রাজনীতিতে যারা গ্রাম বা এলাকার দোহাই দিয়ে আওয়ামী লীগের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা করছেন, তার পরিনাম কোন অবস্থাতেই ভালো হবে না। বিগত দিনের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত গুম খুন আহত নিহত জেল জুলুমের শিকার হওয়া নেতা কর্মীরা ও তার স্বজনরা কোনভাবেই তা মেনে নেবে না। তাই সাধুরা সাবধান। পোস্টকৃত স্কীন সট ছবিতে দেখা যায়, শেখ আমির হামজার আইডিতে ৯জনের মধ্যে ৬ মুখে মাস্ক ও ১জনের মুখ স্টীকারের মাধ্যমে ঢেকে দেয়া হয়েছে । এবং লেখা আছে -আলোর পথে আমরা দিশারী হাতে হাত ধরে দেব পাড়ি।৪ জানুয়ারী প্রতিষ্ঠা বার্ষিকী। গৌরব ইতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৭তম বছর। কেন্দুয়া উপজেলা শাখা ছাত্রলীগ জয় বাংলা -বাংলাদেশ ছাত্রলীগ। উল্লেখিত স্কীন সটে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইমন হাসান সানিকে দেখা যায় । ফেইসবুকে নেট চার্জ করেও ভিডিও ফুটেজে পাওয়া যায় তাঁর নেতৃত্বেই এই কেক কাটা হয় । সাইমন হাসান সানির সাথে ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সত্যতা নিশ্চিত করে বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার ছাড়া এ সংগঠনকে নিষিদ্ধ করা অযৌক্তিক । তিনি আরো বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দুয়ায় ঘরোয়াভাবে পালন করেছি । তবে তা আঠারো বাড়ি এলাকায় নয় । নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সম্পর্কে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে তাদের চিহ্নিত করে গ্রেফতারের জন্যে পুলিশের তৎপরতা বাড়িয়েছি । আশা করি শীঘ্রই গ্রেফতারে সক্ষম হবো । উল্লেখ্য ‘২৪ এর গণ-অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অংশগ্রহণে শেখ হাসিনা সরকারের পতন হয় গত ৫ আগস্ট । উক্ত আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিলো সহিংসময় ও চরম বিতর্কিত । ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছে । SHARES সারা বাংলা বিষয়: