স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হলেন কৃষকদলের সভাপতি, প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫ ইকবাল হাসান শাকিল।। সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী কৃষক দলের ৮টি ইউনিয়ন কমিটির গঠনে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ উঠেছে ।এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র। অভিযোগ রয়েছে, তিনি টাকার বিনিময়ে কমিটিতে আওয়ামী লীগের অনুসারীদের ঠাঁই দিয়েছেন।৮নং দেশিগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে কৃষকদলের সভাপতি করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে তারা বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র টাকার বিনিময়ে মো. বাছেদ আলীকে ৮নং দেশিগ্রাম ইউনিয়নের কৃষকদলের সভাপতি করেছেন। অথচ বাছেদ আলী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং স্বেচ্ছাসেবক লীগের পদধারী। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন।কৃষকদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, কোনো পরামর্শ ছাড়াই এই কমিটি ঘোষণা করা হয়েছে। ৮নং দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. শরীফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে মামলা ও নির্যাতন সহ্য করেছি, অথচ সুবিধাবাদী নেতারা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৃষকদলে জায়গা দিচ্ছেন।অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র দাবি করেন, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের সুপারিশ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মো. মতিয়ার রহমান জানিয়েছেন, অভিযোগের বিষয়টি লিখিতভাবে পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: