বিরামপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষকদলের উদ্যোগে রবিবার (১২ জানুয়ারি) বিকেলে দিওড় ইউনিয়নের বেপারীটোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি শাহিনুর ইসলাম মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়হাম আশরাফ। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবু, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম অমি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু। এছাড়া, দিওড় ইউনিয়ন কৃষকদলের নেতা সোহাগ মাহমুদ হৃদয় ও রেজওয়ান আলীসহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা কৃষকদের নানান সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা কৃষি উন্নয়নের পাশাপাশি কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। কৃষকরা তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।