বাঁধন ঢাকা কলেজ ইউনিটের কার্যনির্বাহী পরিষদ গঠন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ রবিউল হাসান।। আজ ১৩ই জানুয়ারি ২০২৫ সোমবার,সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ বাঁধন ইউনিটের বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ- অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ক.ম. রফিকুল আলম-সাধারণ সম্পাদক,ঢাকা কলেজ শিক্ষক পরিষদ এবং অধ্যাপক পারভীন সুলতানা হায়দার-বিভাগীয় প্রধান,অর্থনীতি বিভাগ। এছাড়া উপস্থিত ছিলেন মো: মুশফিকুর রহমান – শিক্ষক উপদেষ্টা, বাঁধন,ঢাকা কলেজ ইউনিট। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বিদায়ী সভাপতি নাজমুল হাসা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এর পর আমন্ত্রিত অতিথিরা একে একে নিজেদের বক্তব্য প্রদান করেন। অধ্যাপক পারভীন সুলতানা হায়দার ম্যাম বাঁধনের সাথে তার আত্মিক সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন এবং তিনি বাঁধনের কাছে চির- কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে ওনার হ্যাসবেন্ড ক্রিয়েটিকাল মুহুর্তে এর ইমার্জেন্সি রক্তের প্রয়োজন ছিলো তা ওনি বাঁধনের সহায়তায় পেয়েছেন। এছাড়া প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তাদের যুক্তিসঙ্গত বক্তব্য তুলে ধরেন। প্রধান অতিথির ঘোষণার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে মো: হারুন (শিমুল)-(দর্শন বিভাগ, ২০-২১ সেশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাহেরুল ইসলাম-(পরিসংখ্যান ,২১-২২ সেশন) এর নাম ঘোষণা করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন -শাকিল সরকার(সহ-সভাপতি),মো:হাসিব হোসেন(সহ-সভাপতি),রিয়াদ হোসেন(সহ-সাধারণ সম্পাদক),নাহিদ হাসান শাওন(সাংগঠনিক সম্পাদক), মো:আব্দুল লতিফ (সহ-সাংগঠনিক সম্পাদক), সীমান্ত রায়(দপ্তর সম্পাদক),মো: সোহাগ রানা(প্রচার ও প্রকাশনা সম্পাদক), আবদুল্লাহ আল মামুন (তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক)। ফুল দিয়ে সবাইকে বরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। SHARES সারা বাংলা বিষয়: