ধামইরহাটে ওএমএসের চাল বিক্রয় উদ্বোধন 

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
ছাইদুল ইসলাম। । নওগাঁর ধামইরহাটে খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে ও খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালনায় প্রান্তিক পর্যায়ে মানুষদের মাঝে ওএমএসের দোকানে চাল বিক্রয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা এগারোটার সময় উপজেলা ক্যান্টিনের সামনে প্রান্তিক পর্যায়ের নারী ও পুরুষদের মাঝে ওএমএসের চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে,  উপজেলা পরিষদ ক্যান্টিন ও ফার্সিপাড়া রোড আমায়তাড়া বাজারে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুইটি কেন্দ্রে ওএমএসের দোকানের মাধ্যমে মাথাপিছু থেকে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত চাল বিক্রয় কার হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুন অর রশীদ প্রমুখ।