প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজে আন্ত শ্রেণী ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল  খেলা অনুষ্ঠিত ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
মোঃ নাজমুল হক।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক এলাকায় সুনামধন্য  শিক্ষা প্রতিষ্ঠান  প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজের ৭ দিন ব্যাপি  আন্ত শ্রেণী ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার সমামাপ্তি হয়েছে । আজ সোমবার দিন ব্যাপি উপজেলার মৌচাক  তেলির চালা মাঠে এই টুর্নামেন্টের  ফাইনাল খেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  ।  প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও  করোটিয়া সরকারি সা’দত কলেজের উদ্ভিদ বিজ্ঞান  বিভাগের  বিভাগীয় প্রধান প্রফেসর মো: শাহজাহান আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান কামরুল । এ সময় আরো উপস্থিত ছিলেন । শাহজাহান আলী কলেজের উপাধ্যক্ষ মোঃ শহীদুর রহমান স্কুলের সহকারি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ গাঙ্গুলী , জেনিথ পি এল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মফিজুর রহমান ,   বাংলাদেশ স্কাউটস এর ট্রেইনার শাহাবুদ্দিন , স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নূরে আলম পলাশ, কলেজের প্রভাষক আব্দুল লতিফ, সহকারী শিক্ষক মোঃ জাহিদ হাসান, কলেজের প্রভাষক তানজিনা খানম শিমু , স্কুলের সহকারী শিক্ষিকা  মাহমুদা আক্তার বর্ণা, সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেন  প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম  ও সহকারী শিক্ষক ফজলে রাব্বি সহ ছাত্র ছাত্রীরা ।  খেলা পরিচালনা করেছেন প্রভাষক মোঃ নাজমুল হক । ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে অত্র কলেজের একাদশ শ্রেণি রানার্স আপ হয়েছে এসএসসি পরিক্ষার্থী এবং ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন দ্বাদশ শ্রেণি রানার্স আপ হয়েছে নবম শ্রেণি । পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।