মনোহরদীতে মায়ের দোয়া অটো ব্যাটারি দোকানে অগ্নিকাণ্ড দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ মো:হিমেল মিয়া।। মনোহরদী উপজেলার চালাকচর বাজারে মায়ের দোয়া অটো ব্যাটারির দোকানে ১৩ই জানুয়ারি রোজ সোমবার সকাল ১০টার সময় অগ্নিকাণ্ড ঘটে। দোকানের মালিক সাদিকুল ইসলাম বলেন প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন। তারপর কিছুক্ষণের জন্য দোকান বন্ধ করে বাহির চলে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। দোকানের মধ্যে অটো বাইকের ব্যবহারিত অধিক পরিমাণে ব্যাটারি ছিল। দোকানের মালিক সাইফুল ইসলাম বলেন আমার প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। SHARES সারা বাংলা বিষয়: