স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি, অভিযুক্ত ছাত্রদল নেতা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুনঈমূল ইসলাম মিরাজের বিরুদ্ধে মাসুদ হাওলাদারও ও তার স্ত্রী  রত্না বেগমকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রদলের নেতাসহ ৮ জনকে উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বাউফল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হাওলাদার (৪২) ও জুয়েল হাওলাদারকে(৩০) গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাসুদ হাওলাদারের (৪০) উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ও একই এলাকার বাসিন্দা মুনঈমূল ইসলাম মিরাজের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার  সন্ধ্যার আগে মাসুম হাওলাদার তার বাড়ির পাশের ক্ষেত থেকে খড়কুটা আনার জন্য গেলে ছাত্র দল নেতা মুনঈমূল ইসলাম মিরাজের নেতৃত্বে ১৩-১৪ জন লোক তার উপর হামলা করে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে । একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুকের উপর স্বজোড়ে  লাথি মারে। এরপর কয়েকজন তাকে উপর করে তার হাত ও পা চেপে ধরে ।কাফিলা গছের লাঠি দিয়ে মাথা,পিঠ, উরু ও পা পিটিয়ে জখম করে। শ্বাষরোধ করে হত্যার চেষ্টা করে। ঘটনাটি টের পেয়ে তার স্ত্রী রত্না বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে ছাত্র দল নেতা মিরাজসহ অন্যান্যরা তাকে মারধর করে। একপর্যায়ে টানা হেচরা  করে তার পড়নের শ্যালোর কামিজ ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।