সিরাজগঞ্জের বেলকুচির শোলাকুড়া থেকে এনায়েতপুর পর্যন্ত ৪ কি.মি. পাকা রাস্তার বেহাল দশা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

হাফিজ মোহাম্মদ হক।। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়া আঞ্চলিক সড়ক থেকে আজুগড়ার পাকুরতলা, সীমান্ত বাজার (কুত্তা মার্কেট), ফুটানী মার্কেট হয়ে এনায়েতপুর হাইস্কুল খেলার মাঠ পর্যন্ত ৪ কিলোমিটার পাকা সংযোগ সড়কটির বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার বিভিন্ন পেশাজীবী, ছাত্র-ছাত্রী যাতায়াত করে। যাদের বেশির ভাগ গন্তব্য স্থান উপজেলা পরিষদ, বেলকুচি সরকারি ও মহিলা কলেজ, সরকারি ভেটেরিনারী কলেজ, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়সমূহ। সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দে ভরা। কোথাও কোথাও সড়কের কার্পেট উঠে গিয়ে স্বাভাবিকভাবে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ভ্যান, রিকশা, সিএনজি, নসিমন, করিমন চলাচল করছে। বিশেষ করে জরুরি রোগীদের বহনকারী এ্যাম্বুলেন্স যোগাযোগ বন্ধ হয়ে গেছে।