দীর্ঘ ১৫ বছর পর নিকলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। দীর্ঘ ১৫ বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৯ সালে সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।সকাল থেকেই ডাক ঢোল বাজিয়ে তৃনমূলের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত হয়।জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল১১ ঘটিকায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন । সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াব আকন্দ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এড. বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এড. মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন-জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক হাজী মাসুক মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাব্বুল আলম,জেলা শ্রমিকদলের যুগ্ন সাধারন সম্পাদক নাদিম মাহমুদ হারুন সহ অনেকে।বক্তরা বলেন তৃনমূলই বিএনপির শক্তি। তৃনমূলকে মূল্যায়ন করতে হবে।তূনমূলের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাকে হরন করা যাবে না। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।কাউন্সিলে মোট ভোটার সংখ্যা ৪৯৭ জন। SHARES সারা বাংলা বিষয়: