ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ নিহত ১জন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

মোঃ রিপন শেখ ।। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা  চুমুরদী বাচ স্ট্যান্ডে  বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী  যাত্রীবাহী সাকুরা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পড়ে গিয়ে ১০ জন আহত হয় এর মধ্যে ফরিদা বেগম  নামের এক মহিলা ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায়  চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাস স্ট্যান্ড নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লাকড়ি বোঝাই করার সময় সাকুরা পরিবহণ ট্রাকের পাশ কাটতে গিয়ে  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদের নিচে পড়ে যায়। এতে বাসে থাকা ৯/১০যাত্রী গুরুতর আহত হয়।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনা স্থল পৌঁছে  আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ফরিদা বেগমে এক পা কেটে  পড়ে যায়। তাকের কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে নেওয়ার পথে গাড়ি মধ্যে ফরিদা বেগম ( ৬০)মৃত্যুবরণ করেন। নিহত হলেন,পিরুজপুর জেলা  নিছারাবাদ উপজেলা সুতিয়া কাঠি গ্রামের আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন ওরফে (আকুল) এর স্ত্রী।