নিকলীতে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। “জ্ঞান- বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৪৬তম বিজ্ঞান মেলা। বুধবার( ১৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। দিনের শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার । মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত হবে বাংলাদেশ। বক্তব্য শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের আবিষ্কারক বিজ্ঞান সম্মত উদ্বোধনী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার । এসময় নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল হক রাকিব, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা ইউ ডি এফ দুর্গা রানী সাহা, প্রধানশিক্ষক কারার আব্দুর রশিদ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: