জনগনের অংশগ্রহণে দুর্যোগ ঝুঁকি চিহ্নিত করন এবং ঝুঁকি হ্রাসের পরিকল্পনা কর্মশালা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
মোঃ শাহজালাল ।। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় ব্রীজ প্রকল্পের মাধ্যমে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী এবং নলটনা ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডে জনগনের অংশগ্রহণে ৪ দিন ব্যাপি  দুর্যোগ ঝুঁকি চহ্নিতিকরণ এবং ঝুঁকি হ্রাস পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে যা আগামী ২৩ জানুয়ারী ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।  বুধবার (১৫ জানুয়ারি) সকালে এম বালিয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাখাইন পল্লীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন স্থানীয় লক্ষণসমূহ, দুর্যোগ, ঝুঁকি এবং ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া  এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি চহ্নিতিকরণ, নিরুপন, অগ্রাধিকারের ভিত্তিতে ঝুঁকি হ্রাস কার্যক্রম নির্ধারণ, কার্যক্রম বাস্তবায়নে স্টেকহোল্ডার চিহ্নিত করন, আপদ চিহ্নিত করন, ঝুঁকির খাত চিহ্নিত করন ও পরিমান নির্ধারণ, ঝুঁকি বিশ্লেষণ ,মূল্যায়ন, তথ্য একত্রিকরণ ও প্রাপ্ত তথ্য বৈধকরণ, ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন সহ বিপদাপন্ন জনগোষ্ঠী নিজেরাই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর কর্ম পরিকল্পনা তৈরী ও তা বাস্তবায়ন করতে পারবে। ফলে উপকূলীয় অঞ্চলের ঝুঁকি পুরন পরিবার ও সম্প্রদায়ের প্রতিকূল প্রাকৃতিক র্দুযোগ মোকাবেলা, অভিযোজন এবং পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধি করে তাদের টেকসই জীবিকা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপসহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প কর্মকর্তা অপূর্ব ভক্ত, এম. বালিয়াতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন মনিরুজ্জামান, ইউপি সদস্য ইউনুছ মৃধা সাংবাদকি শাহজালাল, ব্রীজ প্রকল্পের উপজেলা সমন্বয়ক স্বপন ফলিয়া, মনিটরিং-ইভালুয়েশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশিয়ালিষ্ট-মামুন-উর-রশিদ (লিয়াজ অফিস, ব্রীজ প্রকল্প)। কর্মশালায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী নারী পুরুষ, কিশোর-কিশোরী, প্রতিবন্ধী, সিপিপি প্রতিনিধি, সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, ওয়ার্ড এবং ইউনিয়ন র্দুযোগ ব্যবস্থাপনা কমটিরি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।