দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলা: শুরু হচ্ছে ২১ জানুয়ারি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

মন্ডল মোঃ আলিফ আল মারজান।। দিনাজপুরে আসন্ন শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলাকে ঘিরে জমে উঠছে উৎসবের আমেজ। মেলা শুরু হওয়ার আগেই এলাকায় মানুষের ভিড় ও উৎসাহ দেখা যাচ্ছে। জানা গেছে, আগামী ২১ জানুয়ারি ২০২৫ তারিখে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। মেলার আয়োজক কমিটি জানিয়েছে, এ বছরের মেলাটি হবে আরও বড় পরিসরে এবং এতে স্থানীয় ও দেশীয় শিল্পীদের পণ্যের প্রদর্শনী থেকে শুরু করে আধুনিক বাণিজ্যিক পণ্যের প্রদর্শনী পর্যন্ত সবই থাকবে। মেলায় থাকবে বিভিন্ন ধরনের পণ্যের স্টল, হস্তশিল্প, কারুশিল্প, পোশাক, ইলেকট্রনিক সামগ্রী এবং খাদ্যপণ্য। এছাড়াও শিশুদের জন্য থাকবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলাধুলার ব্যবস্থা এবং সাংস্কৃতিক পরিবেশনা। মেলার এক আয়োজক বলেন, “দিনাজপুরের মানুষকে একত্রিত করার জন্য এই মেলা একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটি শুধু বাণিজ্য নয়, সংস্কৃতি এবং আনন্দের মিলনমেলাও বটে। আমরা সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাই।”মেলাটি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে, যাতে দর্শনার্থীরা তাদের সুবিধামতো সময়ে অংশ নিতে পারেন। মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ এবং দর্শনার্থীদের জন্য এটি হবে একটি অনন্য অভিজ্ঞতা।দিনাজপুরবাসী মেলার উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকলকে মেলায় অংশ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।