এই মজলুমের দীর্ঘশ্বাসেই স্বৈরাচারী শেখ পরিবার আজ পঁচে গলে শেষ- হিলালী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

কোহিনূর আলম।। দীর্ঘ ১৭ বছর কনডেম সেলে বাবর ভাইয়ের কারাভোগ কতটা অমানবিক এবং কতটা কষ্টের, তা শুনেও সহ্য করা যায় না । আল্লাহ তাআলা তাঁকে রক্ষা করেছেন । সুবহানাল্লাহ । এই মজলুমের দীর্ঘশ্বাসেই স্বৈরাচারী শেখ পরিবার আজ পঁচে গলে শেষ । সত্যিই, আল্লাহ তাআলা মজলুমের ফরিয়াদ শুনেন এবং বিচার করেন ।’ নেত্রকোণার -৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাররের দীর্ঘ ১৭বছর পর কারা মুক্তির পর সোস্যাল মিডিয়ায় এমনই আবেগঘন ও মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দুয়ার সন্তান আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী । উল্লেখ্য গত ১৪ জানুয়ারি আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর । বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।