গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খবির উদ্দিন পাবলিক স্কুলের পিঠা উৎসব – ২০২৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ডাইনকিনি গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খবির উদ্দিন পাবলিক স্কুল এর শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য ১৬ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুরু হয়েছে শীতকালীন পিঠা উৎসব। আরিফুল ইসলাম (পরিচালক,খবির উদ্দিন পাবলিক স্কুল) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন খবর উদ্দিন পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা জনাব খবির উদ্দিন।এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক(প্রধান শিক্ষক,গ্রাম বাংলা বিদ্যালয়),ভ্রমণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ জহিরুল ইসলাম(প্রধান শিক্ষক রোজ গার্ডেন মডেল স্কুল),যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সফিজ উদ্দিন মন্ডল (পরিচালক, সামি মর্ডান স্কুল),জনাব মোঃ আবু ইউসুফ (প্রতিষ্ঠাতা ও পরিচালক, আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ), সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম লিখন (পরিচালক,গাজীপুর সৃষ্ট স্কুল চন্দ্রা শাখা),জনাব মোঃ জাহিদ হোসেন (পরিচালক, রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুল) সহ আরো অনেকেই অতিথিরা পিঠার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে আটটি পিঠা স্টল রয়েছে যার মধ্যে বাহারি রকমের পিঠা যেমন রস পুলি, চাপড়ি পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পানতোয়া, মালপোয়া, মেরা পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা,জামাই পিঠাসহ ৫০ রকমের পিঠার স্থান পেয়েছে।এরকম আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলেই অনেক আনন্দিত। স্কুলের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে চলে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের। SHARES সারা বাংলা বিষয়: