শেষ হলো গোপালগঞ্জে দশদিন ব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ শেখ ফরিদ আহমেদ। । গোপালগঞ্জের প্রান কেন্দ্রে পৌরপার্কে অনুষ্ঠিতব্য দশদিন ব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলা গত ৯ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি সমাপ্ত হলো। মেলায় গোপালগঞ্জ জেলার ও আশপাশের জেলার অর্ধ শতাধিক উদ্যোক্তা সহজ পন্য বিপণন ষ্টল দেয়। তন্মধ্যে উল্লেখযোগ্য পাট বস্ত্র, তৈরি পোশাক,বেকারী কনফেকশনারি, প্রসাধনী, ইমিটেশন গহনা, খেলনা, মৃৎশিল্প, ষ্টেশনারী, চামড়া শিল্প, দুগ্ধজাত খাবার, পিঠা, বেত আসবাবপত্র ইত্যাদি। নাগরদোলা ও অন্যান্য খেলনায় ছিল হৈচৈ মুখর । মেলায় বিশেষ আকর্ষণীয় ছিল প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন । দশ দিবসে প্রতিদিন বিকাল ৪:৩০মি:হতে রাত ১০:০০মি: পর্যন্ত আযান ও নামাজ বিরত দিয়ে বিরামহীন সাংস্কৃতিক পরিবেশনা। পরিবেশিত হয় গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সমূহ তন্মধ্যে উল্লেখযোগ্য উদীচি গোপালগঞ্জ জেলা সংসদ, চন্দ্রিমা শিল্পী গোষ্ঠী, অনিতা নৃত্যকলা, সোনার তরী শিল্পী গোষ্ঠী, ঘুঙ্গুর নৃত্যালয়, বন্ধন শিল্পীগোষ্ঠী, সুর সন্ধান শিল্পীগোষ্ঠী, মধুমতি শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ শিশু একাডেমি, ত্রিবেণী গণসংস্কৃতিক সংস্থা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এবং গোপালগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট । গোপালগঞ্জ জেলা শিল্পকলার কালচারাল অফিসার ফারহান কবির সিফাত প্রদত্ত সুষ্ঠু পরিচ্ছন্ন কঠোর নির্দেশনায় এই দশদিন ব্যাপী সাংস্কৃতিক মঞ্চে কোন বিজাতীয় ভিনভাষী অপসাংস্কৃতি অসচ্ছ উশৃঙ্খল প্রভাব প্রদর্শিত হয়নি। প্রতিদিন হাজার হাজার দর্শক শ্রোতা মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানমালার প্রশংসায় পঞ্চমুখ হন । দর্শকদের সাক্ষাৎকারে জানা যায় বাংলাদেশের সর্বক্ষেত্রে অনুষ্ঠানাদি এরূপ দেশের কৃষ্টি সাহিত্য সাংস্কৃতি উপরে হওয়া উচিত। বেসিক শিল্প উদ্যোক্তা মেলা সমাপনী দিবসে বিসিকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক মু.কামারুজ্জামান ও মুহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার গোপালগঞ্জ আশাবাদ ব্যক্ত করেন যে উন্নত বাংলাদেশ গড়তে শিল্পায়নের বিকল্প নেই, এ মর্মে সকল নাগরিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মেলার সকল উদ্যোক্তা ষ্টল মালিকদের মাঝে উপহার ও সনদ বিতরণ করেন এবং দশদিন ব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলার সমাপনী ঘোষণা করেন। SHARES সারা বাংলা বিষয়: