কেন্দুয়া থানা পুলিশের প্রেস ব্রিফিং

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

কোহিনূর আলম,কেন্দুয়া। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া থানা পুলিশ ধৃত চোর ও জব্দকৃত মালামাল সহ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) কেন্দুয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা ভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।

ব্রিফিংয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের বাড়িতে বুধবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১১ টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে দোকানের ষ্টেশনারী মালামাল, ২টি অটো, ২টি বাইসাইকেল এবং অন্যান্য মালামাল ও চুরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ চোর চক্রের সদস্য মোঃ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় । গত ৩ ফেব্রুয়ারী দিবাগত রাত ৯ টার পর থেকে ৪ ফেব্রুয়ারী ভোর ৬ টার মধ্যবর্তী সময়ে উক্ত এলাকায় সঙ্ঘবদ্ধ অজ্ঞাত চোর বা চোরদের সহয়তায় মনোহারি দোকানে চুরির ঘটনায় অভিযোগ তদন্তে নিয়োজিত গুপ্তচরের তথ্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে গ্রেফতার ও স্থানীয়দের উপস্থিতিতে মালামাল জব্দ করেন এস আই মোঃ রিশাদ আলম ও এস আই নাজমুস সাকিব । তিনি আরো বলেন, চুরি ও অন্যান্য অপরাধমূলক কাজে জড়িত থাকায় গ্রেফতারকৃত চোর সদস্যকে বিজ্ঞ আদালতে প্রেরণ এবং রিমান্ডের আবেদন করা হবে ।সবশেষে চুরি, মদ, জুয়া ও যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি ।