সাবেক সেনা সদস্য মসজিদের নাম করে নিজের বাড়ীর জমি বরাট

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
মেহেদি হাসান।। লক্ষীপুর জেলার সদর উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের ৬৪ নং লক্ষীপুর মৌজার বাসিন্দা  মোহাম্মদ উল্লাহ মিলন সাবেক অবসরপ্রাপ্ত সেনা সার্জেট নির্বাহী প্রকৌশলী চাঁদপুর ওপর বিভাগ, পাউবো চাঁদপুর বরাবরে একটি দরখাস্ত করে সেখানে বলা হয়েছে যে লক্ষীপুর সদর উপজেলার লক্ষীপুর মৌজায় পশ্চিম লক্ষীপুর গ্রামে একটি মসজিদ নির্মান করা হইতপছে। মসজিদের আশে-পাশে মাটির কোন সুব্যবস্হা না থাকায় এবং আর্থিক সচ্ছলতা না থাকার কারনে মাটি ক্রয় করে ভিটি বাধা সম্ভব হইতেছে না। এমতাবস্থায় আপনার আওতাধীন বরোপিট খাল থেকে মসজিদের ভিটি বাধার জন্য কিছু মাটি উত্তোলনের জন্য অনুমতি প্রদান করিলে এলাকাবাসী উপকৃত হইবে। দরখাস্ত টি পাওয়ার পর সংশ্লিষ্ট কতৃপক্ষ সামাজিক এবং ধর্মীকাজ মনে করে মসজিদের ভিটা বরাটের জন্য অনুমতি প্রদান করে এবং বালু উত্তোলনের জন্য সার্বিক সহযোগিতা করে। কিন্তু সাবেক সার্জেন্ট মিলন বরাট কৃত জমিতে মসজিদ নির্মান না করে বরাট কৃত জমিতে নিজের বসবাসের জন্য  বাড়ীর নির্মান করে।
মিলন সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট ও তৎকালীন আওয়ামী লীগের ওয়ার্ডের নেতা হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাইনি। উনার সাক্ষরিত আবেদন পত্র টি খুজে পাওয়ার পর উনার সাথে যোগাযোগ করতে গেলে উনি বলেন এতদিন কেউ কিছু করতে বা ছিড়তে পারেনি আর পারবে ও না। কেউ যদি কোনো কথা বলে তাহলে আমি সেনাবাহিনীর কাছে বলবো আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমার বিরুদ্ধে ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে।  বিষয় টি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ড লক্ষীপুর  অফিসে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জনাব নাহিদ-উজ-জামান সাহেব বলেন ঘঠনা টি হয়েছিল ২০০৯ সালে তখন চাঁদপুর অফিস বিষয় টি অনুমতি দিয়েছে তার পরেও তিনি বিষয় টি দেখবেন আর প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করবেন বলে জানিয়েছেন। সরেজমিনে তদন্ত করে দেখা যায় এই মিলন একজন কুটু বুদ্ধি সম্পূর্ণ লোক এদের একটা সিন্ডিকেট আছে যেখানে অনেক অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিনিময়ে বৈধতা প্রদানে কাজ করে।  এই সিন্ডিকেটের সদস্যরা এতটাই ক্ষমতাশালী যেকোনো সরকারের সময় লিয়াজু রক্ষা করে চলে কেউ এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করে না কেউ প্রতিবাদ করতে চাইলে গালিগালাজ করে সামাজিক ভাবে হেনস্তা করে। আরো জানা যায় মসজিদ নির্মান করবে বলে পৈত্রিক জমি বরাট করে বাড়ি নির্মান করতে গেলে ওপর ছোট ভাই মরহুম শহিদ বলে ভাই আপনি বলছেন মসজিদ করবেন কিন্তু এখন দেখি বাড়ী করেন আপনি যদি মসজিদ না করেন তাহলে আমার জমি আমাকে বুজিয়া দেন এভাবে দীর্ঘ ১২ দরে বলে আসছিল।  এই মিলন ২ বছর আগে শহিদ কে বলে বেশি বাড়া-বাড়ি করলে জমিন তো দিবো না বরং জেলের ভাত খাওয়াবো এমন কথা শুনে শহিদ হার্টঅ্যাটাক করে এবং জমি শোকে শোকে দুনিয়া ছেড়ে চলে যায় না ফিরার দেশে। স্থানীয় এই বিষয় টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার প্রার্থনা করছে।