চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ জনের জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ মোঃ হানিফ।। চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান গতকাল রোববার বিকেলে চাটখিল পৌর শহরের সরকারি হাসপাতাল সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করার দায়ে ৫জনের জরিমানা আদায় করে। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার জন্য সকল স্থাপন সরিয়ে দেওয়া হয়। এসময় তাকে সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের একটি টিম ও পৌরসভার কর্মচারীরা। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯ অনুযায়ী ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে জনমনে স্বস্তি ফিরে আসে। মানুষের চলাচলের ফুটপাত দখল মুক্ত হওয়ায় জনগণ রাস্তার পাশ্ব দিয়ে চলাচলের সুযোগ সৃষ্টি হলো। রাস্তায় যানযট মুক্ত হওয়ায় জনগণ সন্তোষ প্রকাশ করে। SHARES সারা বাংলা বিষয়: