সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় তারুণ্য উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
শ্যামল কুমার মন্ডল ।। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৫ বেলা ১১ টার দিকে কালীগঞ্জের সুযোগ্য থানা নির্বাহী অফিসার  অনুজা  মন্ডল তারুণ্য উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  মাধ্যমিক  শিক্ষা অফিসার বাকি বিল্লাহ, উপজেলা ভূমি অফিসার, সমাজসেবা অফিসার, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক মন্ডলীও সাংবাদিকবৃন্দ। তারুণ্য উৎসবের উদ্বোধন শেষে অনুজা মন্ডল সপ্তাহব্যাপী  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  করেন। তিনি উদ্বোধনের সময়  দেশবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। প্তাহব্যাপী চলবে এই তারুণ্য উৎসব। তারুণ্য উৎসবে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী। আগামী ২২ তারিখে পুরস্কার বিতরণী ও ২৩ তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।