কাহালু নারহট্র ইউনিয়নের বিবির পুকুর বাজার যুব সমাজের উদ্যোগে তারেক রহমান নক আউট ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
মোঃ আবু সাঈদ।। বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নে সোমবার বিবিরপুকুর বাজার যুবসমাজ এর উদ্যোগে তারেক রহমান নক অউট ফুটবল টুণামেন্টের শুভ উদ্বোধন করেন।বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম এলাকার মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন। উদ্বোধন খেলায় সভাপতিত্ব করেন নরহট্ট ইউনিয়ন পরিষদের সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী,বাংলাদেশ মানবাধিকার কমিশন কাহালু উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান,পৌর বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান (আনিস), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখ ম তোফাজ্জল হোসেন (আজাদ),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন,বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শাহ সুলতান ও শাহজালাল মৎস্যবীজগারের স্বত্বাধিকার এবং স্বর্ণপদক প্রাপ্ত আলহাজ্ব শফিকুল ইসলাম,কাহালু উপজেলা বিএনপির নেতা ও বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছেলিম উদ্দন,নারহট্ট ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বানী (আকন্দ),উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদ তালুকদার,ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু,উক্ত খেলার সহযোগিতায় ছিলেন ইমরাম হোসেন,সজিব সহ যুবজমাজের সকল সদস্যবৃন্দ।আজ প্রথম  খেলায় অংশগ্রহণ জয়ী দল সিরাজগঞ্জ একাদশ ৩ গোলে বগুড়া সাজ্জাদ জুয়েলার্স একাদশকে পরাজিত করে।