ইন্দুরকানীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও হেলথ কর্মীদের মতবিনিময়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
কে এম আব্দুল কুদ্দুস।। পিরোজপুরের ইন্দুরকানীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও হেলথ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ সংলগ্ন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার বালিপাড়া বাজারের সাজু মেডিকেল হলের স্বত্তাধীকারী মো: সাকিল খান ও পরিচালনায় ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা সহ সভাপতি মাও. মো: আলতাফ হোসাইন। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম সোহাগ। এছাড়াও বক্তব্য দেন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মো: জাহাঙ্গীর মিলন, উপজেলা হেলথ কর্মকর্তা নুরুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী মো: মামুন হোসেন ও মাও. মো: জসিম উদ্দিন প্রমুখ।