বিরামপুরে আহত দোলনকে দেখতে সেনাবাহিনীর পরিদর্শন, বিচারের আশ্বাস

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।।  দিনাজপুরের বিরামপুর পৌর শহরের উপজেলা পূর্বপাড়া ( কলেজিয়েট স্কুলপাড়ায়( ছুটিতে বাড়িতে থাকা সিলেট এরিয়াতে কর্মরত সেনা সদস্য আশরাফুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের হাতে মারপিটের শিকার মো. দোলনকে দেখতে সোমবার ২০ জানুয়ারি ২৫ খ্রিস্টাব্দ বিকেলে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল তার বাড়িতে যান। বাংলাদেশ সেনাবাহিনী, রংপুর এরিয়ার ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া বিশেষ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আশিক-উজ-জামানের পক্ষে লেফটেন্যান্ট রাহাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আহত দোলনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক শাহ্ আলম মণ্ডল সহ এলাকাবাসী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। লেফটেন্যান্ট রাহাত এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, সেনাবাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার ছাড় পাওয়ার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক ৭ হর্স ইউনিটের সদস্যরা ২০২৪ সালের ২১ জুলাই থেকে বিরামপুরে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে আসছে। তিনি আশ্বস্ত করেন, সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা এই বিচ্ছিন্ন ঘটনাকে আমলে না নিয়ে পেশাদারিত্ব বজায় রেখে সবসময় জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাবে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত বিচারের দাবিতে সেনাবাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছেন।