ধামইরহাটে বাদ পড়া এবং নতুনদের ভোটার তালিকা -২৫ কার্যক্রম শুরু। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ ছাইদুল ইসলাম।। নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ছিল এর দ্বিতীয় দিন। সোমবার (২০ জানুয়ারি) সকাল দশটার সময় উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার আনিছার রহমানের উপস্থিতিতে পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অর্থাৎ ১ জানুয়ারি ২০৮ অথবা তার আগে বা পরে বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ এবং মৃতজনিত যে ভোটারদের কর্তন করা হয়েছে তাদের তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা হালনাগাদ কার্যক্র শুরু করা হয়েছে। চলতি মাসের ২০ জানুয়ারি শুরু হওয়া ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, যদি কোন ব্যাক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে চান তাদেরকে ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি, একজন সনাক্তকারী এবং তার আইডি কার্ডের ফটো কপি, চেয়ারম্যান এবং মেম্বার কর্তৃক প্রত্যয়ন পত্র, বিদ্যুৎ বিলের ফটোকপিসহ নাগরিকত্ব সনদ নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাচন অফিসার আনিছার বলেন, ভোটার ও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছেন। একারণে যারা এখনো ভোটার হননি বা কোন কারণে যারা বাদ পড়েছেন তাদেরকে তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার ফিরোজ হোসেন, পৌরসভার সুপার ভাইজার ও শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার, ভোটার ও তথ্য সংগ্রহকারী গোলাম মর্তুজা প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: