কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারণ্য উৎসবের আয়োজন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ অসীম দেবনাথ।। দক্ষিণের জনপদ বরগুনা জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তিনদিন ব্যাপি তারণ্য উৎসব ২০২৫ এর আয়োজন করা হয়েছে। এ তারণ্যের উৎসব চলবে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের মতো বরগুনার বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চির সবুজ ক্যাম্পাসে তারণ্যের উৎসবে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা। মঙ্গলবার ( ২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির পদ অলংকৃত করেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক।প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের স্বাগত বক্তা বিদ্যালয়ের শিক্ষানুরাগী প্রধান শিক্ষক মো: সহিদুল ইসলাম দৈনিক দেশ সেবাকে বলেন, ‘তারণ্য উৎসবের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা,পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। তারই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এ তারণ্য উৎসবের আয়োজন করেছে। আমার বিশ্বাস, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। SHARES সারা বাংলা বিষয়: