চান্দিনা উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শীতকালীন ‘পিঠা উৎসব’ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ খোকা চৌধুরী।। চান্দিনা উপজেলা প্রশাসন এর আয়োজনে ও চান্দিনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২টি স্টলে প্রায় ৫০ রকমের বাহারী পিঠার পসরা সাজিয়ে পিঠা উৎসবে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। তিনি এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। পিঠা উৎসবে শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন এরকম উৎসব আয়োজনের মাধ্যমে বাঙ্গালীর ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় পিঠার সাথে পরিচিত হবে নতুন প্রজন্ম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পিঠা উৎসবে অংশ নেয় উপজেলা মহিলা বিযয়ক অধিদপ্তর,উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, এস.এ ফুড, বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হারং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: