পাইকগাছা-কয়রার এমপি রশীদুজ্জামান নৌকায় চড়ে এলাকায় প্রবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

বি.সরকার। পাইকগাছা। খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)-র এমপি মোঃ রশীদুজ্জামান জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ করে সড়ক পথে যান্ত্রিক নৌকায় চড়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেছেন। ঢাকা ন্যাম ভবন থেকে শুক্রবার সকালে রওনা হয়ে বেলা ১১টায় তিনি পাইকগাছা উপজেলার প্রবেশদ্বার শাপলা চত্বরে এসে পৌঁছান। তার আগমনী খবরে পূর্ব থেকে সেখানে উপস্থিত হন পাইকগাছা-কয়রার হাজার হাজার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীরা। এমপি মোঃ রশীদুজ্জামান এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন।

বক্তব্যকালে তিনি তার রাজনৈতিক জীবনের কিছু দূর্লভ স্মৃতি চারণ করে বলেন, আমার জীবনে এমন একটি দিন ছিল যে, যেকোন অনুষ্ঠানে আমার বসার চেয়ার পর্যন্ত ছিলনা। অনেকে আমাকে নিয়ে তিরস্কার করেছে। কিন্তু আমি ভেঙ্গে পড়েনি। আমি তাদেরকে চিনি। তাদের সকলের মুখ আমার চেনা। কিন্তু আমি প্রতিহিংসা পরায়ণ নই। তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ ও অনুযোগ নেই। কারণ আমি কোন পথভ্রষ্ট সৈনিক নই। আমি বঙ্গবুন্ধর আদর্শের সৈনিক। আমার নেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে মনোনয়ন দিয়েই পাইকগাছা-কয়রার সাধারন মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি এ জনপদের মানুষের জন্য কাজ করতে চাই। এ এলাকার সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য। উক্ত সংবর্ধিত মঞ্চ থেকে আলোচনা শেষে এমপি রশীদুজ্জামান পাইকগাছা অভিমুখে রওনা হলে পথে পথে তিনি নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের শুভেচ্ছায় সংবর্ধিত হন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ালীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা আলহাজ্ব অহিদুজ্জামান মোড়ল, স্বেচ্ছাসেবক লীগের বি.সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ হিরু, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী সম্পাদক ফাইমিন সরদারসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উপস্থিত ছিলেন।