চাটখিলে হোন্ডা চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
মোঃ হানিফ। ।   নোয়াখালী জেলার চাটখিলে হোন্ডা চুরি করতে গিয়ে  উত্তেজিত জনতার  হাতে  গণধোলাই খেয়েছে হোন্ডা চোর চক্রের সদস্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ জানুয়ারী)  জুমার নামাজের সময় উপজেলার কেন্দ্রীয় মসজিদ ( চাটখিল কামিল মাদ্রাসা)  মাঠে। চোর চক্রের সদস্য হচ্ছে সোনাইমুড়ী উপজেলার বাংলা বাজারের মো: মাসুদ আলমের ছেলে মো: রুবেল হোসেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার জুমা নামাজের সময় উপজেলার কেন্দ্রীয় মসজিদ মাঠে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে এই সুযোগে চোর চক্রের সদস্য রুবেল হোসেন হোন্ডা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ এসে রুবেল কে থানায় পুলিশ হেফাজতে নিয়ে যায়।  চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী  জানান চোর চক্রের সদস্য রুবেল হোসেন কে  শুক্রবার বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।