বিরামপুরে বিএনপি কর্মী হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ আব্দুল ওয়াদুদ মন্ডল।। দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএনপি কর্মী রশিদুল ইসলাম হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক (৩২) ও আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চৌধুরী ওরফে বাদশা (৫৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাবের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক বিরামপুর পৌর শহরের আদর্শপাড়ার বাসিন্দা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি। অপর আসামি আওরঙ্গজেব চৌধুরী ওরফে বাদশা, বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের প্রয়াত নজিবর রহমান চৌধুরীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর রশিদুল ইসলাম হত্যা মামলায় বিপ্লব আলম ওরফে বিলু (৪৭) নামে এক ব্যক্তি বিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। নিহত রশিদুল ইসলাম কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপি সমর্থিত প্রার্থী নাজির হোসেনের নির্বাচনী কর্মী ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর কাটলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুছ আলী মণ্ডল নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি সমর্থিত নাজির হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইউনুছ আলী মণ্ডল বিজয়ী হন। পরবর্তীতে ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক। অভিযোগে বলা হয়, ওই অনুষ্ঠানে শিবলী সাদিকের নির্দেশে রশিদুল ইসলামকে ধরে এনে প্যান্ডেলের বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে। এছাড়াও ইউনিয়ন পরিষদের তিন চেয়ারম্যান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১১৩ জন নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে ২৫০-৩০০ জনকে। ওসি মমতাজুল হক জানান, এখন পর্যন্ত এই মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক ও আওরঙ্গজেব চৌধুরীকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: