এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে সভাপতি করে জামালপুর সমিতি ২০২৫-২০২৬ সেশনের যাত্রা শুরু।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
মো:শাহজাহান আলী।। ২৫শে জানুয়ারী, ২০২৫ ইং তারিখে  সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ঢাকাস্থ “জামালপুর সমিতি”-এর বার্ষিক সাধারন সভা ও “নির্বাহী পরিষদের নির্বাচন” অনুষ্ঠিত হয়। এতে প্রথম বারের মতো সভাপতি নির্বাচিত হন (দেওয়ানগঞ্জ -বকসীগঞ্জ)  আসনের সাবেক সাংসদ, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এবং  মহা-সচিব নির্বাচিত হন  প্রকৌশলী মো: আনিসুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাসান মাহামুদ  রাজা। জামালপুর সমিতিতে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আরো যাঁরা  বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন-জনাব মাজহারুল ইসলাম মৃনাল(সহ- সভাপতি মো: আব্দুস সামাদ(যুগ্ম- মহাসচিব), জনাব আক্তার নেওয়াজী টফি(সাংগঠনিক সচিব), জনাব মো: শফিকুল ইসলাম শফিক( সাংগঠনিক সচিব)জনাব, জাহাঙ্গীর আলম লাভলু (বয়স্ক ও পূনর্বাসন সচিব), জনাব,মাহাবুবুল হাসান মাহাবুব(শিক্ষা সচিব) এবং রবিউল ইসলাম মানিক(সহ-সাংস্কৃতি বিষয়ক সচিব)।