রাবিতে শিমুল হত্যার প্রতিবাদে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
মোঃ নিরব হাসান ইব্রাহিম।।  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ শিমুল হত্যার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনের ভবনে সামনে অবস্থান নেয়। এসয় তারা শিমুল হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।শিক্ষার্থীরা বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন,  প্রক্টরের দুই গালে জুতা মারো তালে তালে। তুমি কে? আমি কে? বহিরাগত, বহিরাগত। বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই। আই রাবি দেখে যা রাজপথের বাপেরা। আমার ভাই কবরে খুনি কেন বাইরে?  রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন,  গত পরশুদিন রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজেও উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এতে আমরা রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী প্রতিবাদ জানাই। আমরা আন্দোলনে ডাক দিয়েছি, এখন প্রতিদিন চলবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো  বাস জিরো পয়েন্ট, মণি চত্ত্বর, রাজশাহী কলেজ পার হতে দিব না। যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রসঙ্গত: গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে, দুর্ঘটনায় আহত হয়ে শিমুল মারা গেছে। তবে শিমুলের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।