আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

মোঃ রিপন শেখ ভাঙ্গা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। আজ শনিবার(১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে হলে ৯টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বড় হামিরদী গ্রামের হাবিব সিকদার ও কাইয়ুম তালুকদারের নেতৃত্বে দুটি গ্রুপ পরিচালিত হয়। শুক্রবার রাত ৮টার দিকে হামিরদী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে হাবিব সিকদার গ্রুপের আরজু শিকদারের সঙ্গে কাইয়ুম তালুকদার গ্রুপের চনি শিকদারের সঙ্গে চায়ের দোকানে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে হাবিব সিকদার গ্রুপের হাফিজুল শিকদারকে প্রতিপক্ষ কাইয়ুম তালুকদারের পক্ষের লোকজন পিটিয়ে আহত করে ।এনিয়ে এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শনিবার সকালে হাবিব সিকদারের গ্রুপের লোকজনের সঙ্গে পুনরায় কাইয়ুম তালুকদারের গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে কাইয়ুম তালুকদারের পক্ষের মনিরুল শেখ, জিয়াদ শেখ, আইয়ুব শেখ, লিয়াকত আলী, ইজাজুল শিকদার, চনি শিকদার, বাদশা শিকদার ও খোকন শিকদারের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। অন্যদিকে কাইয়ুম তালুকদারের লোকজন হাবিব শিকদারের পক্ষের রেজাউল শিকদারের বাড়িঘর ভাঙচুর করা হয়।
হামিরদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান বলেন, চায়ের দোকানে কথা কাটাকাটি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে।ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আজ সকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের শিকার হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।