আই.বি.ডব্লিউ.এফ. জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার । । ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই. বি. ডব্লিউ. এফ.) জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারী,শনিবার সকালে জয়পুরহাট স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আই. বি. ডব্লিউ. এফ.এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুহাঃ হাসিবুল আলম লিটন এর সভাপতিত্বে ও আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সমাজকর্মী ও উদ্যোক্তা প্রকৌশলী আব্দুল বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই. বি. ডব্লিউ. এফ. এর কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আই. বি. ডব্লিউ. এফ. এর জয়পুরহাট জেলার প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ,আই. বি. ডব্লিউ. এফ.এর বগুড়া জোন সভাপতি ও বিশিষ্ট উদ্যোক্তা জনাব সেলিম উদ্দিন, বিজনেস ওয়ার্কশপ পরিচালনা করেন কোর-ট্রিনার হোসাইন আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ.এর জয়পুরহাট জেলা উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল ও এডভোকেট মামুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায় খাতে বিশেষ অবদানের জন্য জয়পুরহাট জেলার সুনামধন্য ব্যবসায়ীদেরকে ও অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। কাউন্সিলে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন মুহাঃ হাসিবুল আলম লিটন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ইন্জিনিয়ার মোঃ মর্তুজা হোসেন লাভলু। জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১২ শতাধিক ব্যবসায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। SHARES সারা বাংলা বিষয়: