সিরাজদিখানে ঘুষ গ্রহণের ১১ দিন পর টাকা ফেরত দিল পুলিশ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
সাকিব খান।। মুন্সিগঞ্জের সিরাজদিখানে  তদন্তের নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে এসআই সাচ্চুর বিরুদ্ধে। সিরাজদিখান থানায় বয়রাগাদী ইউনিয়নের মোস্তফা হাওলাদারের ছেলে রাসেল আহম্মেদ স্ত্রী হারানো অভিযোগ করতে গেলে ১৩ জানুয়ারি তদন্তের কথা বলে ১,৫০০( পনেরো শত টাকা) গ্রহণ এবং  ১০,০০০( দশ হাজার টাকা) ঘুষ দাবি করে। ভুক্তভোগী রাসেল আহম্মেদের দাবি টাকা নিও তার কোন কাজ করে দেয়নি। পুলিশকে সহযোগিতার জন্য ফোন দিলে দুর্ব্যবহার করে। টাকা দিতে রাজি হওয়ার পরেও তদন্তের কোন অগ্রগতি নেই । সাংবাদিকদের এ বিষয়ে জানালে সাংবাদিকদের তোপের মুখে পড়ে ২৪ জানুয়ারি দুপুরে থানার মোড়ে আমার টাকা ফেরত দেয় এবং তদন্তের আশ্বাস দেয়। এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার এসআই সাচ্চুর মোবাইল ফোনে জানতে চাইলে সাচ্চু বলেন এটি সঠিক নয়। আমরা কারো সাথে তুই-তুকারি করি না। যদি কারো সাথে ভালো সম্পর্ক থাকে সেটা হলো ভিন্ন জিনিস। তবে গল্পের ছলে সাচ্চু জানায় যদি কেউ খুশী হয়ে কিছু দেয় সেটা ভিন্ন জিনিস। এসব বিষয় জানতে চাইলে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন আমরা চেষ্টা করছি আগের চাইতে ভালো সেবা দিতে। আগে যে পুলিশের বদনামটা ছিল এটা গোছানোর জন্য চেষ্টা করছি আপনার আমার পুলিশ সুপারসহ কারো সাথে দুর্ব্যবহার করা পুলিশ মোটেও সমর্থন করে না। তুই-তোকারি করার প্রশ্নই আসে না। যদি কোন পুলিশের নামে অভিযোগ থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।