চাটখিল পৌরসভা কতৃপক্ষের বিরুদ্ধে নকশা পরিবর্তন করে দোকান মালিকদের ক্ষতিগ্রস্হ করার অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মোঃ হানিফ।। নোয়াখালী চাটখিল পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে নকশা পরিবর্তন করে অবৈধভাবে অতিরিক্ত দোকান স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। এতে করে পৌর মার্কেটের পূর্ব পার্শ্বের গলি বন্ধ হয়ে যাওয়ায় সে পার্শ্বের দোকান ঘর মালিকরা দীর্ঘদিন ধরে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে দোকান মালিকদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দোকান মালিকদের পক্ষ থেকে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা এ এম মাসুদ পাটোয়ারী গত বৃহস্পতিবার বিকেলে পৌর প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, চাটখিল একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও পৌর মার্কেটটি অবহেলিত। অনেক বছর আগে পৌর মার্কেটটি নির্মিত হওয়ার পরে নকশা পরিবর্তন করে পূর্ব দিকের গলিটিতে অবৈধভাবে অতিরিক্ত দোকান নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়। এতে করে বেজম্যান্টের পূর্ব পার্শ্বের দোকানগুলো অন্ধকারে পড়ে যায়। ফলে দোকানগুলো ক্রয় করেও দোকান মালিকরা কোন প্রকার লাভের মুখ দেখেনি। এমনকি দোকানগুলো চালু করাও সম্ভব হয়নি। এতে করে দোকান মালিকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী দোকান প্রতি মাসিক সর্বোচ্চ ৫০০/- কর নির্ধারণের বিধান থাকলেও আইনের তোয়াক্কা না করে কর্তৃপক্ষ প্রতি দোকান থেকে মাসিক ১,০০০/- টাকা করে কর আদায় করছে। এতে করে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নকশা বহির্ভূত অবৈধভাবে নির্মিত ৩২টি দোকান ভেঙ্গে দেওয়ার দাবি এবং পৌর কর ৫০০/- করার জন্য দোকান মালিকগণ দাবি জানিয়েছেন। এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: