চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাকে মারধর করে গুরুতর আহত,থানায় অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মোঃ হানিফ।। চাটখিল পৌরসভার সুন্দরপুর কাজল কলোনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়া মহিলাকে ওই কলোনিতে বসবাসকারী অপর ৪ ভাড়াটিয়া ব্যাপক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে, এ সময় মহিলার নাকে ও গলায় থাকা অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আহত মহিলা গত শনিবার বিকালে চারজনকে বিবাদী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, বাদী রোজিনা বেগম চাকরির সুবাদে দীর্ঘদিন কাজল কলোনিতে বসবাস করে আসছেন। গতকাল শনিবার সকালে সামান্য একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র বিবাদী মুন্নী আক্তার(৩০) সুমি আক্তার (২০)ও নয়া বেগমের (২২) সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তিনজন ঐ বিবাদী রাজু হোসেন তাকে আক্রমণ করে ব্যাপক মারধর করে আহত করে রক্তাক্ত জখম করে। এসময় তার নাকে থাকা নাকফুল ও গলায় থাকা রুপার চেইন বিবাদীরা ছিনিয়ে নিয়ে যায়। বাদি রোজিনা বেগম বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে চাটখিল থানার এএসআই মুস্তাফিজের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন , তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: