নাটোরের বড়াইগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ বেলহাজ উদ্দিন বাঁধন।। নাটোরের বড়াইগ্রামে লইব আলী (৫১) নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শ্রীরামপুর (গোরীপুর) গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক লইব আলী শ্রীরামপুর গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে। লইব আলী বলেন, রাত দুইটার দিকে টয়লেটের করার জন্য বাহিরের বের হলে ছয় থেকে সাত লোক আমাকে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে চোখ হাত বেঁধে ফেলে। তারা একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে চলে যায়। মেয়ের হাতের বাঁধন খুলে আমাদেরকে উদ্ধার করে। তিনি আলো বলেন, টয়লেটের ছাদে বাহির থেকে মই দিয়ে উঠে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আমাদেরকে বেঁধে রেখে ডাকাতি করে চলে যায়। কৃষকের স্ত্রী শাহানারা বেগম বলেন, আমার স্বামীকে বাধার পরে তারা আমাকেও বেঁধে আমার হাতের ও কানের স্বর্ণের গহনা খুলে নেয় এবং অন্যান্য স্বর্ণলঙ্কার বের করে দেয়ার জন্য চাপ দেয়। আমি দিতে না চাইলে তারা আমাকে মারপিট করে। বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনাননুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: