গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

শেখ ফরিদ আহমেদ ।। সম্পন্ন হলো গোপালগঞ্জের ঐতিহ্যবাহী গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান। তিনদিন ব্যাপী গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ২৫ থেকে ২৭ জানুয়ারি ২০২৫ এর যথাক্রমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় । সমাপনী দিবসে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার ও অমিত দেব নাথ নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ গোপালগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপদেশ বক্তব্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন । বিভিন্ন চারটি ইভেন্টে পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে অষ্টম শ্রেণীর ফাহমিদা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভাপতি গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র সরকারের ভূয়শী প্রশংসায় পঞ্চমুখ বক্তাগন বলেন গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সহ সার্বিক সকল ব্যবস্থার উন্নয়ন সফলতার জন্য তিনি এবং তার সকল সহযোগি কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আরো উত্তর উত্তর শ্রী বৃদ্ধি আশা করেন।