শ্যামনগর সুন্দরবনে জেলেদের সহযোগিতায় ৩ বনদস্যু আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গোপসাগরের জেলেদের অপহরণ করতে নামে দস্যুরা, আত্মসমর্পণকারী বনদস্যু মজনুর একটি দল রবিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে। ট্রলারে চারজন দস্যু ছিলো বলে জানাযায় দুটি বন্দুকসহ। বন দস্যুদের হাতে জিম্মি হওয়া শাহজালাল জানান গহীন সাগরে রবিবার সন্ধ্যায় খুলনা রেন্জের সিদখালী এলাকা হতে আমার বোড আটক করে। জেলেদের অপহরণ করতে শুরু করে, এসময় অপহৃত জেলেরাই পাল্টা আঘাৎ করে। এক দস্যু অন্ত্রসহ সাগরে লাফ দিয়েছে বলে নিশ্চিত করেন ওই জেলেরা, এসময় তিনজনকে ধরে ফেলেন জেলেরা। আর একজন বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়লে বহু খোঁজাখুঁজির পরে ও তাকে পাওয়া যায়নি।ধরা পড়া তিন বনদস্যু হলো মাইজে ভাই জাহাঙ্গীর, শ্যামনগর উপজেলার আব্দুল আজিজের ছেলে রবিউল ও রহমত। একটি বন্দুক ও কয়েকটি গুলিসহ তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন জেলেরা সোমবার সকালে। এদিকে জেলেরা বলেছেন, একটি ফিশিং ট্রলার নিয়ে দস্যুদের আরেকটি অংশ সুন্দরবনের ভিতরে ঢুকে গিয়েছে। তাতে আরো কয়েকজন তাদের সদস্য ছিল।জেলেরা আরো বলেন এদের দমন করতে যতো দেরি হবে, ততো তারা শক্তি অর্জন করবে। সংশ্লিষ্টরা দয়া করে একসাথে কাজ করুন। এখনও এদের দমন করা সম্ভব।আটক তিন বনদস্যুদের দুবলার চরে নিয়ে আশার পর জিজ্ঞাসাবাদ চলছে। দুবলার চরের জেলেদের মুখে মুখে ঘুরছে নানা গল্প।৩৬ রাউন্ড তাজা গুলি মুরগাচর খেজুর তলা কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলে শাহা-আলম।এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। SHARES সারা বাংলা বিষয়: