শ্যামনগরে এক মাদ্রাসার কমিটির সদস্যের পদ থেকে প্রত্যাখান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ।। সাতক্ষীরার শ্যামনগরের দরগাহপুর নকিমুদ্দীন দঃ সুঃ ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডিতে চুড়ান্ত ভাবে নির্বাচিত অভিভাবক সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন মোহাম্মদ ওলিউল্লাহ তমিজী। তমিজী নাগবাটী গ্রামের মোহাম্মদ মোহেববুল্লাহ তমিজীর পুত্র। মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকে তাকে মাদ্রাসার গভর্ণিং বডির গঠন ক্ষেত্রে কোন কাজে আহবান করা হয়নি। ভোট বিহীন সাজানো মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচনে তার নৈতিক পরিপন্থী মনে করে এ্যাফিডেভিটের মাধ্যমে স্ব পদ থেকে প্রত্যাখ্যান করে তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিলেন মোহাম্মদ ওলিউল্লাহ তমিজী।৪৭/২৫ স্বারকের ২১/০১/২০২৫ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ের মাধ্যমে তিনি মাদ্রাসার গভর্ণিং বডির স্বপদ থেকে প্রত্যাখ্যান করলেন।