র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

আব্দুল্লাহ্ আল মামুন ।। র‌্যাব-১৩ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে পঞ্চগড় জেলার বোদা থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি মো. রমিজকে (৩০) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর ২০২৪ বিকেল ৫ টার দিকে মো. সফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোনে ডেকে নিয়ে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। অবশেষে ৪ অক্টোবর করতোয়া নদীর সাওতালপাড়া ঘাট থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিণে পানিতে ভেসে থাকা অবস্থায় সফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় শাড়ির পাড় দিয়ে পেঁচানো একটি দড়ি ছিল। এ ঘটনায় ভিকটিমের ছেলে রিপন ইসলাম বাদী হয়ে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।র‌্যাবের নীলফামারী ক্যাম্পের সিপিসি-২, র‌্যাব-১৩ রংপুর এবং টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩, র‌্যাব-১৪ ময়মনসিংহের যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল সদর থানার করোটিয়া বাজার এলাকা থেকে মো. রমিজকে গ্রেফতার করা হয়। বুধবার (২৯ জানুয়ারী) র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় জিজ্ঞাসাবাদে মো. রমিজ (৩০) হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতার রমিজকে বোদা থানায় হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করে র‍্যাব।