গণঅধিকার পরিষদের আয়োজনে কেন্দুয়ায় শীতার্তদের কম্বল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
কোহিনূর আলম । । নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রুহীর পক্ষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । বুধবার (২৯ জানুয়ারী) বিকালে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গণঅধিকার পরিষদের নেতা মো. নয়ন মিয়ার সার্বিক সহযোগিতায় ৮নং বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া বাজারে এ সব শীত বস্ত্র বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হোসাইন, কেন্দুয়া উপজেলা গণঅধিকার পরিষদ নেতা মো. লাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মো. হেলাল মিয়া, কেন্দুয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সালমান আহমেদ, ছাত্রনেতা মো. নুরুল আমিন শেখ ও কেন্দুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও নেত্রকোণা জেলার সহসভাপতি এম এইচ সরকার হিমেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রুহী বলেন, ৩য় দাপে ৩২০ টা কম্বল দিয়েছি,  সান্দিকোনা ইউনিয়ন, মাস্কা, আংশিক কান্দিউড়া ও আজকে বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া বাজারে । তিনি আরো বলেন, আমরা সব সময়ই আমাদের সাধ্য মতো চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার ।