স্কুল ও কলেজের(লালপুর)দেয়ালজুড়ে রাতের আঁধারে দেশাত্মবোধক গ্রাফিতি’র উপর গোপনে ‘জয় বাংলা’ স্লোগান লেখা ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
মোঃশাহ্ জালাল (মাসিম) ।। লালপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান দেখে এলাকায় উঠেছে  সমালোচনা ঝড়। ৩০ জানুয়ারী সকালে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও লালপুর ডিগ্রি কলেজের দেয়ালে এমন চিত্র দেখা গেছে।বুধবার রাতে গোপনে এ কাজ করেছে দেশের শত্রুরা। দেশাত্মবোধে জাগ্রত জনতা ও  শিক্ষার্থীরা জানান, তাদের প্রতিবাদী শিল্পকর্ম নষ্ট করা হয়েছে।অভিযোগ করে তারা বলেন, ‘রাতে অপশক্তিরা আমাদের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে দিয়েছে।যদিও জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন,তবে এটা আমাদের বিষয় নয়। কিন্তু কেন আমাদের দেয়ালে আঁকা প্রতিবাদের ভাষাকে ধ্বংস করা হলো?’সাধারণ শিক্ষার্থীরা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেয়ালে প্রতিবাদী চিত্র আঁকা হয়। এসব চিত্রে শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়। তবে আজ সকালে তারা দেখতে পান, তাদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কিছু করার চেষ্টা করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।’ এঘটনায় কোন অভিযোগ দায়ের হয়েছে কিনা সে বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজুর কোন বক্তব্য পাওয়া যায়নি।