দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি সামান্য

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
মন্ডল মোঃ আলিফ আল মারজান।। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আ’গু’ন ২০-২৫ মিনিট স্থায়ী ছিলো। স্থানীয়রা জানান, আ*গু*ন লাগার পরপরই সাধারণ মানুষ তা নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ*গু*ন নি’য়’ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হাসপাতালের কিছু ঔষধের কার্টুন আগুনে পুড়ে গেছে এবং ৩য় ও ৪র্থ তলার রুমের বেডগুলো পুড়ে গেছে। এই আ*গু*ন হাসপাতালের ৩য় এবং ৪র্থ তলায় লাগে। জানা যায় ৪র্থ তলায় ওয়েল্ডিং এর কাজ চলছিলো সেখান থেকে মেডিসিন ওয়ার্ডে থাকা কিছু পরিত্যক্ত জিনিসপত্র থাকায় সেখান থেকে এই অ’গ্নি*কান্ডের সূত্রপাত ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রোগীদের চিকিৎসা কার্যক্রমেও কোনো প্রভাব পড়েনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।