প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিপাবলিকান ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ট্রাম্প পরিবারের ব্যবসায়িক অংশীদার মি. জেনট্রি বিচ’র নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মি. বিচ’র দুই আইনি সহায়ক ব্যারিস্টার এম এ সালাম ও ব্যারিস্টার আবু সায়েম। জানা যায়, জেনট্রি বিচ প্রখ্যাত হাইগ্রাউন্ড হোল্ডিংস’র সিইও এবং প্যারামাউন্ট ইউএসএ’র চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বিনিয়োগ জগতে ধনকুবের বিচ একটি পরিচিত নাম। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আলোচনাকালে মি. বিচ বাংলাদেশে ব্যাপক মার্কিন বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেন। ড. ইউনূসও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা ও বিলিয়নিয়ার বিচ এসময় জাহিদ এফ সরদার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, মি. সাদী যুক্তরাষ্ট্র থেকে তার দীর্ঘদিনের বন্ধু জেনট্রি বিচের সফর তত্ত্বাবধান করেন ও প্রতিনিধিদলকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। মি. বিচ জানান, তার দুই বন্ধু জাহিদ এফ সরদার সাদী ও ব্যারিস্টার আবু সায়েমের  কাছ থেকে তিনি বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ পান।সরকারি সূত্রে জানা যায়, জেনট্রি বিচ ও তার সহকর্মীদের নিয়ে একটি প্রাইভেট জেট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করে। বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান।