সামি মডার্ণ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

নাজমুল হক।।  কালিয়াকৈরের চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামি মডার্ন স্কুলে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব ডাক্তার মোঃ বখতিয়ার হোসেন(ব্যবস্থাপনা পরিচালক,খাজা বদরোদদোজা মডার্ণ হাসপাতাল )এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান (সাবেক মেয়র, কালিয়াকৈর পৌরসভা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি ),মোঃ শাহাদাৎ হোসেন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালিয়াকৈর পৌরসভা যুবদল),নাজমুল হক (প্রধান শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয় ও সাধারণ সম্পাদক পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি),হাজী মো: শফিজ উদ্দিন (পরিচালক,সামি মডার্ণ  স্কুল ও যুগ্ম সম্পাদক, কালিয়াকৈর পৌর  মাধ্যমিক শিক্ষক সমিতি ),মোঃ আবু ইউসুফ (অধ্যক্ষ ও পরিচালক,আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ), বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরেফিন বলেন, “এই প্রতিযোগিতা শুধু খেলাধুলা নয়, শৃঙ্খলা ও দলগত চেতনা গঠনের অংশ।” অভিভাবক ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো আয়োজন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।