রাষ্ট্র সংস্কারের আলোচনা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। রাষ্ট্র সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে কিশোরগঞ্জের নিকলীতে আলোচনা সভা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শনিবার (১লা ফেব্রুয়ারি ) সন্ধ্যায় নিকলী নতুনবাজার মাছমলে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।তিনি বলেন চুরি এবং চুরির পথ দুইটাকেই বন্ধ করতে হবে। তা নাহলে নতুন নতুন চোর সৃষ্টি হবে।যুগের পর যুগ অতিরিক্ত কর ও ভ্যাটের নামে জনগনের উপর চুরির ভোজা চাপিয়ে দিচ্ছে বিভিন্ন সরকার।১০০ টাকার মোবাইল রিচার্জে প্রায় ৫৩ টাকা কর ও ভ্যাট প্রদান করতে হয়।রাষ্ট্রের সকল বৈষম্য দূর করতে হবে। সকল অসমতা দূর করতে হবে।সভায় শেখ মোবারক হোসেন সাদী, খাইরুল ইসলাম, নূরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাঈদুজ্জামান বাবলু, কৃষক প্রতিনিধি হেলিম মিয়া, বাজিতপুর শাখার আহ্বায়ক সামছুল হক কাজল, সদস্য সচিব শফিকুল ইসলাম কাজল, জেলা নেতা হরিপদ দাস নান্টু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দেশর চলমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তার যৌক্তিক নানা দিক উপস্থাপন করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার সদস্য সচিব মাশুকুর রহমান ঝুটন। SHARES সারা বাংলা বিষয়: