নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
মোঃশাহ্ জালাল মাসিম । ।  লালপুর উপজেলার উধনপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আহত আব্দুল গফুর (৭০) ০১।০১।২০২৫ তারিখে রাতে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি উপজেলার উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের সংবাদ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়,ঐ ঘটনার জেরে ওবায়দুল ইসলাম মন্টু ও আ. লতিফ পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।জানা যায়, একপর্যায়ে মন্টু পক্ষ স্বসস্ত্র ওপর হামলা চালায়। এতে আব্দুল গফুর (৭০) ও  আ. লতিফ (৭০) এবং গাজিউর রহমান (৫০) গুরুতরভাবে আহত  হলে আব্দুল গফুরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  ভর্তি করা হয়। কিন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় এ মৃত্যু  ঘটে।  তদন্তের জন্য  মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, “এ ঘটনায় পূর্বে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং নিহতের ব্যাপারে আমরা অবগত।উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানান ।